বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
অনলাইনে জমজমাট যুক্তি আর যুক্তিখন্ডন, পাল্টা যুক্তির মধ্য দিয়ে মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) এর সহযোগিতায় ও মাগুরা আদর্শ বিতর্ক সংঘের আয়োজনে অনলাইন   বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। আজ বুধবার দুপুরে প্রতিযোগিতার  ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব।  বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এ্যাড. তামজিদ হাসান পাপুল, এনডিএফ বিডির খুলনা অঞ্চলের মডারেটর তাকবিরুল গনি। বিচারক হিসেবে সংযুক্ত ছিলেন এনডিএফ বিডির খুলনা অঞ্চলের উপ পরিচালক তারিকুল ইসলাম,  মাগুরার সাংবাদিক রূপক আইচ ও শিক্ষিকা নারগিস পারভীন।  প্রত্যেক প্রতিযোগি নিজ নিজ বাসা থেকে অনলাইনে এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার মডারেটর ছিলেন এমআইডিএস এর সভাপতি বিতর্ক সংগঠক নাহিদুর রহমান দূর্জয়।

‘করোনা বিশ্ব অর্থনীতির চেয়ে মানষিক শক্তির উপর বেশি প্রভাব ফেলছে’ এই বিষয়ের উপর বিতর্ক পর্বে পক্ষদলে তথ্য, তত্ত্ব ও উপাত্য উপস্থাপন করেন পক্ষ দলের বক্তা সুবর্ণ শাহরিয়ার বর্ণ, মোঃ তানভির হোসাইন খান ও দলনেতা মোঃ মেহবুল আলম অন্যদিকে সমান পারদর্শীতায় যুক্তিখন্ডন করে পাল্টা যুক্তির মালা পড়ান বিপক্ষ দলের বিতার্কিক মাহফুজ আলম, কাজী জাহিদুল ইসলাম, ও দলনেতা তামিম ইকবাল মিলন । বিতর্ক শেষে বিচারকদের সম্মিলিত বিচার প্রক্রিয়ায় বিজয়ী হন বিপক্ষ দল টিম এমআইডিএস সোলজার্স। তবে সেরা বক্তার মুকুট অর্জন করেন পক্ষ দল এমআইডিএস বিলিভার্স এর দলনেতা মেহবুল আলম। পুরো অনু্ষ্ঠানটি এমআইডিএস এর ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করে।

 

মাগুরা / ১৩ মে ২০২০