ডেস্ক রিপোর্ট, মাগুরাবার্তা
ইসলামীক ফাউন্ডেশনের (ইফা) করোনা বিষয়ক প্রচারণায় বাধা দেওয়ার মামলায় মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জুমার জামায়াতে ইমামসহ সর্বোচ্চ ১২ জন মুসল্লি থাকার কথা। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার শহরের ভায়না পৌর গোরস্থানে শতাধিক মানুষের জমায়েত হয়। খবর পেয়ে ইসলামীক ফাউন্ডেশন মাগুরার সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সেখানে গিয়ে মুসল্লিদের করোনা পরিস্থিতে সরকারি নির্দেশনার কথা জানান। এ সময় সেখানে উপস্থিত আব্দুর রহিম তাকে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে ধাক্কা দেন।

তিনি জানান, এ ঘটনায় মনিরুজ্জামান ওই দিন সন্ধ্যায় মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ভিত্তিতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আব্দুর রহিমকে পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সদর থানায় নিয়মিত মামলা হয়েছে।

মাগুরা/ ৬ মে  ২০২০