বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
শিশুদের মায়েরা রান্না করছেন।  রান্না করা সে খাবার প্যাকেটজাত করে শিশুরাই পৌছে দিচ্ছে বাড়ি বাড়ি। করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও অসহায় পরিবারের শিশুদের জন্য ভ্রাম্যমান এমন হোটেলের ব্যবস্থা করলেন মাগুরার চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না। ব্যক্তিগত কয়েকজন বন্ধুর সহযোগিতায় শিল্পী পান্নার এ কর্মযজ্ঞ সবাইকে আকৃষ্ট করেছে।
শিল্পী পান্নার প্রতিষ্ঠিত সেএভ এন্ড এনকারেজ টু ডেভেলপমেন্ট (সেড) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচীতে সহায়তা করে শিশু সংগঠক নাইম, সোহান, চাদনী, জাকিয়াসহ অনেকে।
মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি, কড়চাডাঙ্গা পাড়া, চরপাড়া, গোয়ালখালি গ্রামের শতাধিক শিশুর মধ্যে এ খাবার বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে শিল্পী পান্না এ এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রান প্রদানের ব্যবস্থা করেন।

মাগুরা/ ২১ এপ্রিল ২০২০