বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
ভোটের সময় বাড়িবাড়ি এসেছি ভোট চাইতে। আপনারা আমাকে ভোট দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋনি। সে ঋণ শোধকরার সময় এসেছে। সুযোগ এসেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লড ডাউনই এখন একমাত্র পথ। আপনারা বাড়িতে থাকুন। আপনাদের খাবার আমরাই বাড়িতে পৌছে দেব। জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মোতাবেক মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের দলের নের্তৃবৃন্দ সব সময় সাধারণ মানুষের পাশে আছে। সবাই মিলে আমরা এই কঠিন সময় মোকাবেলা করবো। আজ শনিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এসব কথা বলছিলেন শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা।  স্থানীয় এমপি ড. শ্রী বীরেন শিকদার  এর সফরসঙ্গী হিসেবে তিনি এসব এলাকায় ত্রাণ বিতরণ করেন। ইতিপূর্বে তিনি উপজেলার ৫শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বলে জানান। তিনি সকলকে সরকারের নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

রূপক/১১ এপ্রিল ২০২০