বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
শিক্ষক কর্মচারিদের দ্বিতীয় শিফটের ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতীর কারণে বছরের দেড় মাস অতিবাহিত হওয়ার পরও পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় শিফটের ক্লাস শুরু হয়নি। এ অবস্থা থেকে উত্তরনের দাবীতে গতকাল সোমবার মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির ২য় শিফটের প্রায় ২ হাজার ছাত্রছাত্রীরা।
দুপুরে ইন্সটিটিউটের গেটে ক্লাস বঞ্চিত  ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। পরে তারা কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে বক্তারা জানান- শিক্ষকদের দাবী আদায়ের জন্য ক্লাস বন্ধ থাকায় সাধারণ ছাত্রছাত্রীদের ভোগান্তি হচ্ছে। এর ফলে তাদের পরিক্ষার ফল খারাপ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। তারা এ অবস্থা থেকে উত্তোরনের জন্য কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ আশা করেন। এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা সৈয়দ খালিদ হাসান রুবেল, আবু হুরায়রা, মোঃ অমিত হোসেনসহ অন্যরা।

রূপক /মাগুরা /১৭ ফেব্রুয়ারী ২০২০