ঢাকাস্থ মাগুরা সদর উপজেলা সমিতির কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
ঢাকাস্থ মাগুরা সদর উপজেলার বাসিন্দাদের সংগঠন সদর উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংসদ ভবনের দক্ষিন প্লাজায় মাগুরা-১ আসনের সাংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এর অফিস চত্বরে এ কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ৩ বছরের জন্য ঢাকাস্থ মাগুরা সদর উপজেলার বাসিন্দাদের নিয়ে ২০২০-২২ সালের জন্য এ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ সময় সম্মানিত উপদেষ্ঠা হিসেবে ১। সাইফুজ্জামান শিখর (এম.পি) ২। কামরুল লায়লা জলি (সাবেক এম.পি) ৩। আকরাম-আল-হোসেন (সচিব) ৪। কাজী রওশন আক্তার (সচিব) ৫। মোসাদ্দেক আলি (অবঃ অতিরিক্ত সচিব ) ৬। এনায়েত হোসেন বিভাগীয় প্রধান (অবঃ অতিরিক্ত সচিব) ৭। নাছিম আনোয়ার (পরিচালক, দুদক) ৮। শরীফ আজিজুল হাসান মোহন (সাধারন সম্পাদক মাগুরা জেলা সমিতি) ৯। এ্যাড. লুৎফুর হাকিম নওরোজ (কোষাধ্যক্ষ মাগুরা জেলা সমিতি) কে মনোনিত করা হয়।
তিন বছর মেয়াদি মাগুরা সদর উপজেলা সমিতির নব-নির্বাচিত সভাপতি হলেন জাকির হোসেন (যুগ্ম প্রধান, সড়ক ও মহাসড়ক বিভাগ যোগাযোগ মন্ত্রনালয়), সাধারন সম্পাদক মোঃ মঞ্জুর রেজা এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ রাহুল মিত্র।
৩৯ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মঞ্জুরুল কবির, সহ-সভাপতি – ১ আনিসুজ্জামান সাচ্চু, সহ-সভাপতি – ২ খান ইমাম হোসেন পিকুল, সহ-সভাপতি – ৩ মোঃ জাহিদুল আলম, সাধারন সম্পাদক মোঃ মঞ্জুর রেজা মঞ্জু, যুগ্ম সাধারন সম্পাদক – ১ মোঃ আসিফ হোসেন শাকিল, যুগ্ম সাধারন সম্পাদক – ২ মোঃ আলমুন্তাসির (রসি), কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আসাদ, রেজাউল হাসান খান হ্যাপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম, মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লাবনী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন সাহা, শিক্ষা, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক লিপন ঘোষ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার অরুপ বৈদ্য, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বিজন সাহা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম তিতাস।
কার্যনির্বাহী সদস্যরা হলেনঃ মোঃ রবিউল ইসলাম , হাফিজুর রহমান হ্যাপি, এনামুল হক রিপন, প্রকৌশলী মনোয়ার হোসেন দারা, মোঃ রঞ্জু আহমেদ, সামির হাসান তুহিন, সাকিব হাসান তুষার, মুন্সি হাসান সহিদ রেজা, শ্যানল কুমার বিশ্বাস, মোল্লা মোঃ সিরাজ-উস-সুন্নহ, হায়দার এলাহি , হাসানুল হিরক, রাকিব হোসেন মাসুম, প্রকৌশলী জিয়াউর রহমান, ইফতেখার রিপন, মোঃ এনামূল কবির, মোঃ আসাদুজ্জামান, মাসুম কাজী, বিপুল চক্রবর্তী, সাজ্জাদুল ইসলাম সুমন।
মাগুরা, ১৬ ফেব্রুয়ারী ২০২০
« ভালবাসা দিবস উপলক্ষে মাগুরায় রক্তদান উৎসব (Previous News)
Comments are Closed