বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের নতুন বাজারের বাসিন্দা বিশিষ্ট শিক্ষক চঞ্চল কুমার বিশ্বাস এ বছর ইংরেজি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা জনাব চঞ্চল কুমার বিশ্বাস কে গত ০১ জানুয়ারী ২০২০  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯৬তম সিন্ডিকেট সভায় ইংরেজি বিষয়ে পি-এইচ.ডি ডিগ্রী প্রদান করা হয়। ড.বিশ্বাস বর্তমানে ফরিদপুর জেলার সরকারি আইনউদ্দীন কলেজের ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন। ড. বিশ্বাসের থিসিসের শিরোনাম হলো ‘The Challenges of Practising Communicative Language Teaching at High Schools in Bangladesh’ এবং তাঁর গবেষণা সুপারভাইজার ছিলেন একই বিশ^বিদ্যায়ের ইংরেজি বিভাগের  অধ্যাপক প্রফেসর মো : জহুরুল ইসলাম। তিনি ইউ.জি.সি পি-এইচ.ডি ফেলোশিপের আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে তাঁর গবেষনাকর্ম সম্পন্ন করেন।
তিনি তাঁর কর্মজীবনে ঝিনাইদহ কলেজ, রাজশাহী কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, মাগুরা ও মাগুরা সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। তাঁর পিতা মাগুরা জেলার প্রখ্যাত শিক্ষাবিদ, মাগুরা জেলার ১ম কমার্স গ্রাজুয়েট, রেরইল বাজার হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, মাগুরা মডেল হাইস্কুল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষক প্রয়াত শ্রী ফণিভূষণ বিশ্বাস এবং মাতা উপজেলা শিক্ষা অফিস, মাগুরা সদর এর অধীন নান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মিসেস সুমিত্রা প্রভা বিশ্বাস। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক। ড. বিশ্বাস ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ে ইংরেজি শিক্ষার উন্নয়ন ও প্রসারে অবদান রাখতে চান।

 

মাগুরা/ ১০ জানুয়ারী ২০২০