Main Menu

মাগুরায় মুজিব শতবর্ষ উপলক্ষে ১০০ কর্মসূচী

Magura Press Breefing

রূপক আইচ, মাগুরাবার্তা
মাগুরায় মুজিব শতবর্ষ উপলক্ষে একশত উদ্যোগের ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এছাড়া প্রতিটি সরকারি দফতর পৃথক পৃথক উন্নয়ন উদ্যোগের মাধ্যমে জেলাকে সুন্দরভাবে তুলে ধরতে কাজ করবে।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষের ক্ষণ গণনা উপলক্ষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান তিনি।  এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম, ইব্রাহিম আলী মোনাল, রূপক আইচসহ অন্যরা। জেলা প্রশাসক জানান- ১শ বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে জেলার বিভিন্ন উপজেলায় ১২টি মডেল প্রাথমিক বিদ্যালয়, ২টি  সরকা কলেজকে সবুজ কলেজে রূপান্তর,  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের প্রতিকৃতি, শহরের প্রধান প্রধান সড়কের সৌন্দর্যবর্ধন, উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ, দিনান্ত ক্লাব চালু করণ, প্রাতিষ্ঠানিকভাবে মাগুরামুক্ত দিবস পালন, প্রধান প্রধান সড়কে ব্রান্ডিং ডিসপ্লে বোর্ড স্থাপন,  ভায়নার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, শতভাগ বিদ্যুতায়িত জেলা নিশ্চিত করা, মাগুরা ফাউন্ডেশনকে পুনরুজ্জিবীত করা, সিরিজদিয়া বাওড়ে ইকোপার্ক স্থাপনসহ ১শ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এ সময় জেলা প্রশাসকের আহবানে সাংবাদিকবৃন্দ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিন্ত করা, ৪লেন সঠিকভাবে সম্পন্ন করা, মুক্তিযোদ্ধাদের নামে শহরের রাস্তাগুলির নামকরণ, সকল সাইনবোর্ড এক ডিজাইনে তৈরী, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পর্যাপ্ত আলোক সরবরাহসহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এ উপলক্ষে আগামীকাল সকাল থেকে মাগুরা শহরে নানা কর্মসূচী পালন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

মাগুরা/ ৯ জানুয়ারী ২০২০


Comments are Closed