বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় পৌরবাসির জন্য সুপেয় পানি নিশ্চিত করতে ৯ কোটি টাকা ব্যয়ের পানি শোধনাগারটি পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বুধবার দুপুরে পৌরসভার ভিটাসাইর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম হিরকের কাছে শোধনাগারটি হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যের প্রকৌশলী জিনারুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মাহবুবুল ইসলাম, আরম হোসেন, সহকারি প্রকৌশলী আবুল হাসনাতসহ অন্যরা। এ সময় প্রকৌশলীবৃন্দসহ সংশ্লিষ্ঠরা প্লান্টটি ঘুরে দেখেন। জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান- ৯কোটি টাকা ব্যায়ে এ পানি পরিশোধনাগারটি থেকে সর্বাধুনিক প্রযুক্তিতে ৪স্তরে প্রতি ঘন্টায় ৩৫০ ঘনমিটার ভুগর্ভস্থ পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহ করা হবে। ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী এ পানি শোধনাগারটির উদ্বোধন করেন। এরপর থেকে জনস্বাস্থ্যের তত্ত্বাবধানে এটি চালু করে পৌর কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এটি ব্যবহার ও রক্ষনাবেক্ষণ শেখানো হয়। পরে এটি হস্তান্তর করা হলো। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এ প্লান্টটি থেকে সরবরাহকৃত সকল প্রকার জীবানুমুক্ত পানি পাবে গ্রাহকরা। এর মাধ্যমে পৌরবাসির দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হলো।
মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী  সাইফুল ইসলাম হিরক জানান- এ প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার বিশুদ্ধ পানির সমস্যা অনেকটাই লাঘব হবে। তবে পৌরসভার সম্পূর্ণ জনগোষ্ঠির চাহিদা পূরণে এ ধরনের অন্তত আরও একটি পানি পরিশোধনাগার প্রয়োজন।

রূপক আইচ/ মাগুরা /৮ জানুয়ারী ২০২০