বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ও সফল শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্তমান কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল বিতরণের ব্যতিক্রমী অনুষ্ঠান শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুনুর রশিদ মুহিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা রাইচরণ সাহার উত্তরাধিকার বিশিষ্ট ব্যবসায়ী সুচিন্ত্য সাহা। বিশেষ অতিথি ছিলেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল ইসলাম, শেখ আবুল কালাম, পূবালি ব্যাংকের সাবেক ডিজিএম মাহমুদা খানম মঞ্জু, কৃতি ছাত্র জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার (ভ্যাট ও ট্যাক্স) রইস উদ্দিন খান, জুলহাস উদ্দিন, মির্জা ফায়কুজ্জামান, ওয়ালিউর রহমান, শামীমা নাসরিন, শেখ জামালসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম রফিকুল আলা।
সভা থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এলামনাই এসোসিয়েশনে পক্ষ থেকে বিভিন্ন ক্লাসরুমের জন্য ২০টি ফ্যান পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুনুর রশিদ মুহিত এর হাতে তুলে দেয়া  হয়। এলামনাই এসোসিয়েশন পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতি শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের মধ্য থেকে গড় নম্বরে সবচেয়ে বেশী পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য ৭ম শ্রেণীর ছাত্রী তাবাসসুম জামান অর্নি কে সুচিন্ত্য সাহা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট ও নগদ ৫হাজার টাকা পুরস্কার প্রদান করেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি সুচিন্ত্য সাহা। অনুষ্ঠান থেকে বক্তরা শতবর্ষি এ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অব্যহত সাফল্যে সাধুবাদ জানান। শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সমন্বিত উদ্যোগে নানা প্রকার উন্নয়ন কর্মকান্ডের কারণে ইতিমধ্যে বিদ্যালয়ের এ অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে।

রূপক আইচ/ মাগুরা /২৮ ডিসেম্বর ১৯