বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর আবেশ কাটছেই না। গতকাল শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর আজ শনিবার বিকেলে ২০০০ সালের ব্যাচের প্রচেষ্টায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।  এ ব্যাচের আমেরিকা প্রবাসী সুলতানা ওয়াহিদ ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও সমাজসেবিকা শারমিন নাহার লীনা’র আয়োজনে এ রক্তদান অনুষ্ঠানে সহায়তা করে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও আছিয়া খাতুন রক্তদান কেন্দ্র।1 অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীরা ভবিষ্যতে সমাজ সেবামূলক কাজে নিজেদের ব্রতী করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান- মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তিতে আমরা এমন কিছু করতে চেয়েছি যার মাধ্যমে মাগুরার মানুষের সামান্য হলেও উপকার করা যায়। সে থেকেই আমাদের এ আয়োজন। আমাদের ব্যাচ থেকে আমরা ছোট বড় সকলকে সাথে নিয়ে সব সময়ই মাগুরার মানুষের পাশে থাকতে চাই।

 

রূপক/ মাগুরা/ ২৮ ডিসেম্বর ১৯