মাগুরা মুক্ত দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালী

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ৭ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় তৎকালীন মাগুরা মহকুমা। পাক বাহিনীর বিরুদ্ধে তৎকালিন মাগুরা মহাকুমায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।
মাগুরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরে বণার্ঢ্য র্যালী বের হয় । র্যালীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামীলীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালী শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । তাছাড়া সন্ধ্যায় ব্লাক আউট ,মোমবাতি প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
রূপক আইচ, মাগুরা ,৭ ডিসেম্বর ১৯
« মাগুরায় যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন (Previous News)
(Next News) মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ব্লাক আউট ; মোমবাতি প্রজ্ব্লন »
Comments are Closed