মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ব্লাক আউট ; মোমবাতি প্রজ্ব্লন

স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
মাগুরা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার (৭ডিসেম্বর) মাগুরা শহরের ব্লাক আউট কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজার-হাজার মানুষ শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড়, ঢাকা রোড় ও নতুন বাজার সড়কে মোমবাতি জ্বালিয়ে এ ব্লাক আউট কর্মসূচিতে অংশ নেন।
মাগুরা/ ৭ ডিসেম্বর ১৯
« মাগুরা মুক্ত দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালী (Previous News)
(Next News) লালন একাডেমীর শিল্পীদের বাউল গানে মুগ্ধ মাগুরার দর্শক »
Comments are Closed