রূপক আইচ, মাগুরাবার্তা
দীর্ঘদিনের কাংখিত মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় মাগুরা সদরের হাজিপুর ইউনিয়নের নড়িহাটিসহ আশপাশের গ্রামে এখন চলছে আনন্দের বন্যা । বিদ্যালয়ের জমি কেনা সম্পন্ন হওয়ার পর পরই গ্রামের শিক্ষানুরাগী মানুষের বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করছেন স্কুলের জন্য ছাত্রছাত্রী । ঘর তৈরীর জন্য এলাকাবাসি দিচ্ছেন সাধ্যমত সহযোগিতা । মাগুরার ৫বারের সংসদ সদস্য জননেতা এ্যাড আসাদুজ্জামানের স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারি সাইফুজ্জামান শিখরের মা এ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মনোয়রা জামানের নামে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসি । ইতিমধ্যে জমি সংগ্রহ শেষে ঘরের কাজ শুরু করার পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন নড়িহাটিবাসি । এ স্কুলকে ঘিরে এলাকায় ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে গিয়ে এ অঞ্চলের উন্নয়ন আরও তরান্বিত হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুর রহমান জানান- দীর্ঘদিন ধরে এ এলাকাকার নড়িহাটি, কাশিনাথপুর, আলিধানী, আরালিয়া, হৃদয়পুর, শ্রীমন্তপুরসহ বেশ কয়েকটি গ্রামে মাধ্যমিক স্কুল না থাকায় প্রাথমিকের পরেই অনেক ছেলে মেয়ে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হতো । শিবরামপুর গ্রামেরও অনেকে এ স্কুল প্রতিষ্ঠায় সহায়তা দিচ্ছেন। এ অঞ্চলে একটি মানসম্মত মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল। সম্প্রতি পার্শ্ববর্তী শিবরামপুর গ্রামের কন্যা  মনোয়ারা জামানের নামে স্কুলটি প্রতিষ্ঠার জন্য এলাকাবাসি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করেন । সাইফুজ্জামান শিখর তাদের আগ্রহকে সম্মান দেখিয়ে স্কুল প্রতিষ্ঠার যাবতীয় সহায়তার আশ্বাস দেন। এরপরই এলাকাবাসি স্থানীয় ইউপি সদস্য আজগর লস্কর, মুক্তিযোদ্ধা কুমারেশ চন্দ্র ধর, বিকাশ ধর, সিদ্দিক পাটোয়ারী, গোলাম মোস্তফা লস্কর, ওলিয়ার রহমান, মোঃ কামরুজ্জামান ডাবলু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জিয়ারুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ, মোঃ ফারুক মোল্লা, মোঃ রহমান মোল্যা, মোঃ সিদ্দিক বিশ্বাস, মোঃ মোকাদ্দেস মোল্যা, মোঃ হারেজ লস্কার, মোঃ সাখাওয়াত মোল্যা, মোঃ ইসলাম মোল্যা, মোঃ সালাম মোল্যা, মোঃ নিজাম ফকির, মোঃ নজরুল শিকদার, মোঃ হামেদ আলী শেখ, মোঃ রঞ্জু আহমেদ, মোঃ শহীদ বিশ্বাস, মোঃ কুদ্দুস মোল্যা, মোঃ তকব্বর মোল্যা, মোঃ সাকির আহমেদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ মালেক মোল্যা, মোঃ কলিমদ্দিন ফকির, মোঃ মঞ্জুরুল ইসলাম মন্নু, এ্যাড মোঃ আসাফুদ্দৌল্লা, মোঃ বাবু মোল্যা, মোঃ সাবু মোল্যা, মোঃ লুৎফর মোল্যা, মোঃ রেজাউল মোল্যা, মোঃ নুরুল মোল্যা, মুকুল বিশ্বাস, মোঃ মকবুল শেখ, মোঃ ওহিদ মুন্সী, মোঃ আমজাদ খান, মোঃ সাহিদ খান, মোঃ বদরউদ্দিন মোল্যা, মোঃ সাইফুল ইসলাম, অমল ঘোষ, মোঃ আতিয়ার রহমান, জগন্নাথ বসু, শ্যামল ভৌমিক, উত্তম ভৌমিক, অমরেন্দ্রনাথ পাল, বিদ্যুৎ পাল, অরুন পাল, শিক্ষক বিধান চন্দ্র পাল, মোঃ ফরজ বিশ্বাস, মোঃ ওমর বিশ্বাস, মোঃ হোসেন মন্ডল, মোঃ সৌরভ মোল্যা, মোঃ শাহজাহান লস্কর, মোঃ হানেফ মোল্যা, মোঃ তোরাব লস্কর, মোঃ শাহজাহান লস্কর,  মোঃ লতিফ মোল্যা, মোঃ শরাফত মোল্য, মোঃ আজিজুল হাসান, মোঃ চাদ আলী শেখ, মোঃ মফিজ পাটোয়ারী, মোঃ আশিকুল মোল্যা, মোঃ শামসেল মীর,   হারান বিশ্বাস, মোঃ বাবলু ফকির, মোঃ কুরমান মোল্যা, মোঃ সাকেন বিশ্বাস, মোঃ এলাহী শেখ, মোঃ আসমত শেখ, মোঃ তাহিদ শেখ, মোঃ আক্কাস লস্কর, মোঃ সিরাজ ফকির, মোঃ শাহীন শেখ, মোঃ আজগর শেখ, মোঃ ভেকু মোল্যা, মোঃ মিলন বিশ্বাস, মোঃ লতিফ বিশ্বাস (পুলিশ), মোঃ কামরুল লস্কর, মোঃ আজিম মোল্যা, মোঃ আলিম মন্ডল, মোঃ গফুর খা, মোঃ কামাল শেখসহ নানা বয়সের  গ্রামবাসি পূর্ণ উদ্যোমে কাজ শুরু করেন । স্থানীয় নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাদশা, প্রধনা শিক্ষক মমতাজ পারভীন(এম এ,(রাষ্ট্রবিজ্ঞান) বিএড, সি ইন এড), সহকারি শিক্ষক বাসনা রায় (এম এ(বাংলা) সি ইন এড) ইতিকা রানি বিশ্বাস (অনার্স মাস্টার্স (উদ্ভিদ বিজ্ঞান), সি ইন এড) নিশিতা রানি সরকার (অনার্স,মাস্টার্স (ইংরেজী), সি ইন এড), মোঃ মোয়াল্লেম হোসেন,(এম এ, সি ইন এড)তাহমিনা আক্তার( বি এ,সি ইন এড) নবী নাজমুল আহসান (এম এ, (রাষ্ট্রবিজ্ঞান)ঢাবি) ও দপ্তরি কাম প্রহরি, মাহবুবুর রহমান বিদ্যালয় প্রতিষ্ঠায় ব্যাপক সহায়তা করছেন।  এলাকার নারীরাও স্কুলটি প্রতিষ্ঠার বিষয়ে সম্যক ভূমিকার রাখছেন ।

স্থানীয় ইউপি সদস্য আজগর লস্কর জানান- এলাকার শিক্ষা বিস্তারে আমাদের এলাকার মানুষ দলমত নির্বিশেষে সাইফুজ্জামান শিখরের সাথে একমত হয়েছেন। তার হাত ধরে মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় আমার এলাকার সবাই খুশি। স্কুলকে ঘিরে এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল হক আখরোট জানান- আমার ইউনিয়ন একটি শিক্ষায় অগ্রসর ও সচেতন  ইউনিয়ন।   নাড়িহাটি এলাকায় মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের মায়ের নামে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হতে যাচ্ছে তার সার্বিক সহযোগিতা আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করছি । বিদ্যালয়টি যেন এলাকার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে পারে তার জন্য আমরা সার্বিক সহযোগিতা করবো ।

 

মাগুরা/৩০ নভেম্বর ১৯