বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সড়কে শৃংখলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মাগুরায় ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদযাপন করতে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং প্রচার পত্র বিতরন করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে মাগুরা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় ভায়না মোড় থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিন শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাগুরা পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান এর সভাপতিত্বে আলোচনা করেন জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল ফাত্তাহ, অতিরিক্তি পুলিশ সুপার ( পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো: তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, এড: আব্দুল মান্নান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন প্রমূখ। বক্তারা, সড়ক আইন ২০১৮ বাস্তবায়ন করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে  পুলিশ, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।78611956_737454566755622_5390025223078674432_o

রূপক /মাগুরা /২৬ নভেম্বর ১৯