বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় প্রায় ২ কোটি টাকা আত্মসাত করে আদালতের আদেশে  ২বছর ধরে পালাতক সাজাপ্রাপ্ত আসামী  মোঃ তারিকুল ইসলামকে আজ শুক্রবার গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। তারিকুল ইসলাম সদরের হাজিপুর গ্রামের রবি মোল্যার ছেলে।
পুলিশ জানায়- পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার লক্ষীপুর গ্রামের মোঃ মোজাম্মেল হোসেন এর সাথে যৌথভাবে ইটের ভাটা ও কয়লার ব্যবসা করতেন তারিকুল।  ব্যবসার এক পর্যায়ে তরিকুলের কাছে ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের   ১ কোটি  ৭৬ লাখ টাকা পাওনা হয়। যা পরিশোধের জন্য তারিকুল তার অগ্রণী ব্যাংক হাজিপুর শাখার নিজ একাউন্ট হতে  ৩টি চেক দেন। কিন্তু টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় ওই একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ফলে চেক ডিজঅনার হয়। এ সময় চেক ডিজঅনার ও পাওনা টাকা পরিশোধের জন্য মোজাম্মেল হোসেন তারিকুল ইসলামের নামে মাগুরা যুগ্ম জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ১৯২/১৭। ওই মামলায় স্বাক্ষ প্রমাণ শেষে গত ১৬/১১/১৭ তারিখে আদালত তরিকুল ইসলাম পালাতক অবস্থায় তার অনুপস্থিতিতে  দোষি সাব্যস্ত করে  ১কোটি ৭৬লাখ টাকা পরিশোধ ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। ওই দন্ড পাওয়ার পর থেকে তরিকুল ইসলাম পালাতক ছিলেন।  শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তারিকুলকে গ্রেফতার করে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রূপক /মাগুরা / ১৩ সেপ্টেম্বর ১৯