শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুরে উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেওে স্কুল ছাত্র সোহানকে (৯) শুক্রবার সকালে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষর লোকজন। সে উপজেলার গেয়ালপাড়া গ্রামের আয়ুব মোল্যার ছেলে ও স্থানীয় গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি সোহান এর বাবা আয়ুব মোল্যা জানান, বেলা ১১টার দিকে সোহান ও পাড়ার আরও কয়েকটি ছেলে ভ্যানের টায়ার চালাতে চালাতে প্রতিবেশি আবুল শেখের বাড়ির দিকে যায়। আবু শেখের পরিবারের সাথে তাদের পরিবারের পূর্ব বিরোধ ছিল। সেখান থেকে আবুল শেখ ও তার ছেলে সুমন ও সুজন শিশুটিকে ধরে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকে। এ সময় সোহানের কাকী রাজিয়া বেগম ঠিক পেয়ে চিৎকারে সবাই ঘটনাস্থলে ছুটে গিয়ে সোহানকে উদ্ধার করে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপক আইচ/ মাগুরা / ১৩ সেপ্টেম্বর ১৯