স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহি শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম.তোরাব আলী স্যার সকলকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার সকাল ৬ টায় শ্রীপুর সদরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) তিনি ছিলেন ছাত্র/ছাত্রীদের কাছে প্রিয় শিক্ষক। শুধু শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কাছে না অত্র এলাকার সকল ছাত্র/ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় শিক্ষক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮১ ) একাশি বছর। তিন পুত্র সন্তান স্ত্রী ও আত্নীয় – স্বজন এবং অসংখ্য ছাত্র/ছাত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.সাইফুজ্জামান শিখর, (যশোর-মাগুরা১০) সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনূর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন। আজ জোহরের নামাজের পর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং আসরের নামাজের পরে তার নিজ বাড়ি জোকা প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জোকা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাগুরা/১১ সেপ্টেম্বর ১৯