বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা শাখার আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে এ উপলক্ষে স্থানীয় নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক জেলা কমান্ডার শ্রীপুর বাহিনী উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা মোল্যা নবুওয়াত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড. সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সাংসদ ড. বিরেন শিকদার।   বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ, মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ-কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।
আলোচনাসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

রূপক /মাগুরা /৭ সেপ্টেম্বর ১৯