বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল নাজির আহমেদ কলেজ অডিটোরিয়ামে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু। বিশেষ অতিথি  ছিলেন মোঃ রিয়াজুর আলম খান,উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরা, মোঃ অলিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার, মাগুরা, খোন্দকার মোঃ মহব্বত আলী, চেয়ারম্যান, বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদ, মোঃ মাজেদুর রহমান, খোন্দকার মোঃ হায়াত আলী, অধ্যক্ষ, নাজির আহমেদ কলেজ, জেলা শিক্ষা পরিদর্শক, মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সভাপতি, বেরইল-পলিতা ইউনিয়ন আওয়ামী লীগসহ অন্যরা। 

আলোচনা সভায় জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম তার স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, সরকারের ভিশনঃ ২০২১ ও ২০৪১, সরকারের নির্বাচনী ইস্তেহার এবং বিগত ১০ বছরের সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ডের উপর পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন। এই আলোচনা সভায় কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ  পাঁচশতাধিক নারী পুরুষ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সেক্টরের উন্নয়নের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

মাগুরা/ ০৩ সেপ্টেম্বর ২০১৯