মাগুরায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মহিলা পরিষদের আলোচনাসভা

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের আহবান জানিয়ে সিডও দিবস পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখা। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় সৈয়দ আতর আলী লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, সহ-সভাপতি কাজী লাবনী জামান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ মাখন, বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম আনিসুর রহমান, এনজিও ব্যক্তিত্ব লায়লা কানিজ বানু, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, সাংবাদিক রূপক আইচ। অধ্যাপিকা রুম্মান আরা লাবনীর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১শ নারী অংশগ্রহণ করেন। বক্তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে নারী পুরুষ সকলকে একযোগে কাজ করার আহবান জানান। 
মাগুরা/৩ সেপ্টেম্বর ১৯
« বেরইল কলেজে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা (Previous News)
Comments are Closed