বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় র‌্যালী, আলোচনাসভা, মৎস্য মেলা ও মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মিলনায়তনের বাইরে অনুষ্ঠিত মৎস্য মেলায় বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের খাবারসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করাহয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচানসভা। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতারুন্নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. কে.এম ওহিদুজ্জামান, মৎস্য জরিপ কর্মকর্তা সঞ্চিতা রানী কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগী মৎস্য চাষিরা অন্যরা। এ বছর ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত নানা কর্মসূচীর মধ্য দিয়ে চলবে মৎস্য সপ্তাহ।

রূপক / মাগুরা /১৮ জুলাই ১৯