বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
যশোর বোর্ডের সম্মিলিত তালিকায় মোট পাশের হারে মাগুরার অবস্থান উত্তোরণ ঘটেছে। এ বছর যশোর বোর্ডের ১০ টি জেলার মধ্যে মাগুরা জেলা পাশের হারে ৭৩.৫১% এ উত্তীর্ণ হয়ে ৫ম স্থানে রয়েছে।  ইতিপূর্বে মাগুরা জেলা ১০ জেলার মধ্যে পাশের হারে ১০ স্থানে ছিল। সে অবস্থার উত্তোরণ ঘটিয়ে ৫ম স্থানে আসাকে ইতিবাচকভাবে দেখছেন সুধি মহল ও শিক্ষা সংশ্লিষ্ঠরা। এবছর  ৮৩.২৫% পাশের হার নিয়ে জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে খুলনা বিভাগ। এরপর যথাক্রমে বাগেরহাট ৭৬.১১%, যশোর ৭৫.৮৭%, সাতক্ষিরা ৭৫.৭৪% , মাগুরা ৭৩.৫১%, মেহেরপুর ৭৩.১৫%, ঝিনাইদহ ৭২.৫৭%, কুষ্টিয়া ৭২.৫৩%, চুয়াডাঙ্গা ৭১.৪২% ও সবশেষে নড়াইল জেলা ৬৯.৪০% পাশের হারে উন্নীত হয়েছে।

মাগুরার সহকারি শিক্ষা অফিসার এসএম মাজেদুর রহমান জানান- জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে শিক্ষকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকে বিশেষ নজরদারিই প্রধান হিসেবে কাজ করেছে। তারা এ ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রূপক/ মাগুরা/ ১৭ জুলাই ১৯