বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
এবারের বাজেটে ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, জমির অধিকার, ১০ টাকা মূল্যে সারা বছর চাল সরবরাহসহ ১৩ দফা দাবীতে বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর সমিতি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন শেষে সংগঠনের আহবায়ক কমরেড বীরেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিখিল মিত্র, আমজাদ হোসনসহ অন্যরা। এ সময় নারী পুরুষসহ বেশ কিছু ক্ষেতমজুর মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৬কোটি মানুষ ক্ষেতমজুর। বিশাল এই জনগোষ্ঠী সবচেয়ে বেশী নিপিড়িত ও বঞ্চিত জীবন যাপন করেন। জাতীয় বাজেটে তাদের নামে যা বরাদ্দ দেয়া হয় বেশীরভাগ ক্ষেত্রেই তা লুটপাট হয়ে যায়। এ জন্যই তাদের নুন্যতম চাহিদা মেটাতে বাজেট বরাদ্দের টাকা লুটপাট বন্ধ করতে সরাদেশে ক্ষেত মজুরদের ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা চালু, টিআর-কাবিখা-কাটিবা-ভিজিডি-বিধাব ভাতা-দুঃস্থ মাতা ভাতা প্রভৃতি বিতরণে অনিয়ম দূর্ণীতি দুর করা, পুনরায় ১শ দিনের কর্মসৃজন প্রকল্প বর্ধিত আকারে চালু করা, এনজিও  ঋনের কবল থেকে গরীব মানুষকে মুক্ত করা, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের খাদ্যের নিশ্বয়তা, গ্রামীণ বয়স্কদের জন্য পেনশন স্কীম ব্যবস্থা চালু করা, নারী ও পুরুষের সমান মজুরি নিশ্চিত করা, খাসজমি ও খাস পুকুর ভূমিহীনদের মধ্যে বন্টন করা, ইজারা বাতিল করে উন্মুক্ত জলাশয়ে সকলের মাছ মারার অধিকার দেয়া, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার ও বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, ক্ষেতমজুদের সন্তানদের সরকারি খরচে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা ও হাট বাজারে ইজারাদারদের শোষণ জুলুম বন্ধ করার দাবীতে সারাদেশে একসঙ্গে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হচ্ছে।

রূপক /মাগুরা /২০ জুন ১৯