বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি’র) তত্ত্বাবধানে আগামীকাল শুক্রবার থেকে মাগুরায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালা। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ৯টা৩০ মিনিটে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পিআইবি মহাপরিচালক  জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলী আকবর । প্রশিক্ষণ কর্মশালায় পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও সমন্বয়কারি শাহ আলম সৈকত ছাড়াও রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেবেন মাছরাঙ্গা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট বদরুদ্দোজা বাবু, রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিক, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশ। ২৩ জুন বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে জেলা সদরে কর্মরত ৪০জন সাংবাদিক অংশগ্রহণ করবেন। প্রশক্ষিণ সঞ্চালনা করবেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

রূপক/ মাগুরা /২০ জুন ১৯