শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর নোহাটা গ্রামবাসীর উদ্যোগে  কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৌকির আহমেদ তপুর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ঈদের পরদিন সন্ধ্যায় এ উপলক্ষে ভলিবল টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়।  খেলায় সেনাবাহিনী ও বিমানবাহিনী জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। খেলার পর পরই এলাকার মানুষ তাদের এলাকার কৃতি সন্তান তৌকির আহমেদ তপুকে সংবর্ধিত করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন । বিশেষ অতিথি  ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের  সভাপতি মো: মাকসুদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল জুবায়ের প্লাবনসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গণি মোল্যা দুলাল। সে সময়ে তৌকির কে গণ সংবর্ধনার পর তৌকির এর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য নিয়ে অতিথি বৃন্দ কথা বলেন। সকলের ভালোবাসায় সিক্ত তৌকির বলেন, ‘ আমার এলাকার মানুষ আমাকে যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছে সেটা ভোলার নয়। আমি নেতা হিসেবে নয় আপনাদেরই একজন হয়ে এলাকার জন্য কিছু করতে চাই।’ এছাড়া সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল জুবায়ের প্লাবন জানান, “তৌকির এর পারিবারিক আওয়ামী রাজনীতির ঐতিহ্য শ্রীপুরবাসীর মাঝে অত্যন্ত সুপরিচিত। আওয়ামী লীগের দুঃসময়ে তৌকিরের পরিবার নির্যাতিত হয়ে উপজেলা আওয়ামীলীগকে সংগঠিত করছে। তারই সুত্র ধরে তৌকির আরো ভালো কিছু করুক সেটা এলাকার সবারই চাওয়া। ” তৌকিরের এলাকাবাসী পদপ্রাপ্তীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাগুরার মাননীয় সাংসদ এ্যাড সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রীপুর, মাগুরা, ৮ জুন ১৯