শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামে শনিবার গভীর রাতে আগুনে  পুড়ে সাতটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ১১টি টিনেরঘর ৩টি গরু,৫টি ছাগল ও নগদ প্রায় দু’লক্ষ টাকা পুড়ে ভস্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্তদের পারিবারিক সুত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত অনুমান ১১টার দিকে আরব আলী শেখের বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং এ অবস্থা দেখতে পেয়ে আরব আলী আর্তচিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছাতে না পৌছাতেই আরব আলী,মোয়াজ্জেম,মিটুল,বিপুল,আরো,শুকুরন্নেছা ও উজ্জল শেখসহ ৭টি পরিবারের উল্লেখিত ঘরসহ বাকি মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বিষয়টি জানতে পেরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকসহ অন্যান্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ।

শ্রীপুর, মাগুরা/ ১৭ মার্চ ১৯