শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রবিবার মাগুরার শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা, বঙ্গবন্ধুর ভাষণ কবিতা ও শিশুদের সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।  আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈচ উজ্জামান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শ্রীপুর/মাগুরা/ ১৭ মার্চ ১৯