বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাত্র ১১ বছর বয়সের মাগুরার সন্তান কবি সৌরদীপ দত্তের কবিতার বই ‘স্বপ্নের জাহাজ’ ২৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় বই মেলায় প্রকাশিত হয়েছে। জাতীয় বই মেলায় বাংলা একাডেমীর নজরুল মঞ্চে “স্বপ্নের জাহাজ” কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও প্রকাশক বদরুল হায়দার।

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শিশু কবি সৌরদীপ দত্তের লেখা কবিতাগুলি ইতিমধ্যে পাঠকদের হৃদয় কড়েছে। মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী  ও বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার দত্তের নাতি সৌরদীপ এ ঠাকুমা বিশিষ্ট নারী অধিকার কর্মী লিপিকা দত্ত নিয়মিত লেখালেখি করেন।53150273_610313452772566_8996241805326417920_n

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনমোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও প্রকাশক বদরুল হায়দার, কবি নাডেদ আফ্রিদি ,কবি প্রদীপ দত্ত , সৌরদীপ এর মা জবা দত্ত ও বাবা সঞ্চয় কুমার দত্ত। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রদীপ দত্ত।

কবিতাচর্চা প্রকাশনী থেকে প্রকাশিত স্বপ্নের জাহাজ বইটি বইমেলার বিভিন্ন স্টলে ছাড়াও গতি প্রকাশনী,কবিতা চর্চা,রকমারি ডটকম ও মুক্তধারা নিউইয়র্ক এ পাওয়া যাবে।

রূপক/মাগুরা/২৮ ফেব্রুয়ারী ১৯