মহম্মদপুরে স্কুল কাবাডিতে বীরেন শিকদার স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন
মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুরে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অংশগ্রহনে কাবাডি প্রতিযোগিতায় বীরেন শিকদার আদর্শ স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার মাগুরার মহম্মদপুরের আর.এস.কে.এইচ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার খেলোয়াড়রা অংশ নেয়।
ফাইনাল খেলায় বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং মহম্মদপুর বরকতিয়া দাখিল মাদ্রাসা রানার্স আপ হয়।
প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আসিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি, সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আরএসকেএইচ ইনস্টিটিটের প্রধান শিক্ষক মোঃ একেএম নাসিরুল ইসলাম প্রমুখ।
উপস্থাপনা করেন সরকারী আরএসকেএইচ ইন্সটিটিউশন এর সহঃ শিক্ষক জনাব আনোয়ার হোসেন শাহীন।