বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে   সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষার উন্নয়নে যোগাযোগ দক্ষতার গুরুত্ব বিষয়ক কর্মশালা ।
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি শিক্ষা কর্মকর্তা শামিমা নাসরিন, আনিসুর রহমান, ইমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামী, মোশারফ হোসেন, অরুণ চন্দ্র ঢালী, আশরাফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় ৪০ জন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, সারা দেশে ৬ শতাংশ শিশু এখনো স্কুলে যায় না, প্রতি ১০ জনে ১ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে না, যারা নিয়মিত ক্লাস করে তাদের অনেকে পাঠ গ্রহনে মনোযোগী নয়, এছাড়া শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতিতে কৌশলের অভাব, অভিভাবকদের উদাসীনতাসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে কর্মশালায় যোগাযোগের দক্ষতার গুরুত্ব তুলে ধরে নানা সুপারিশ উপস্থাপিত হয়।