দেবব্রত দে দেবু, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
এ বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দেশসেরা হয়েছে মাগুরার শালিখার কৃতি সন্তান মোঃ রাফিউজ্জামান। বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় শিশু প্রতিযোগিতা ২০১৮ এ দীর্ঘ লাফে প্রথম হয়েছে আড়পাড়া আইডিয়াল হাইস্কুুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র  রাফি। সে মাগুরার ভাবনহাটি গ্রামের মোঃ আয়ূব হোসেনের পুত্র। অনুর্ধ ১২  প্রতিযোগিতায় ১৫. ৭ ফুট দীর্ঘলাফ দিয়ে দেশের ৮ বিভাগ হতে আসা প্রতিযোগীদের মধ্যে সে প্রথম স্হান লাভ করেছে। এর পূর্বে সে উপজেলা,জেলা ও বিভাগ পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম জানান জাতীয় শিশু একাডেমী কর্তৃক আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি তাকে পদক প্রদান প্রদান করেন। এ অর্জনে আমরা গর্বিত। দেশসেরা লম্ফবিদ হওয়ায় উক্ত স্কুলের সকল শিক্ষক ও বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

শালিখা/মাগুরা/১৭ মে ১৮