বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় অবৈধ দালালদের দ্বারা বাসযাত্রীদের হয়রানির প্রতিবাদে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত   কাউন্টার ধর্মঘট পালন করেছে   মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্সিতে বিকেলে কাউন্টার খুলে দেয়া হয়।

ধর্মঘটকারিরা জানান- মাগুরা পৌর বাস টার্মিনালের গেটের কাছে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দালালচক্র মাইক্রো, এম্বুলেন্স ও বাস থামিয়ে অবৈধভাবে যাত্রী উঠাচ্ছিল। উঠতে না চাইলে তারা যাত্রীদের বিভিন্নভাবে হয়রানিও করে। আজ সকাল ১০টার দিকে একজন যাত্রীকে হয়রানি করে মারপিট করে। এর প্রতিবাদ জানালে দাললরা একজন কাউন্টার মাস্টারকে লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টা থেকে কাউন্টার মালিকেরা কাউন্টার বন্ধ করে যাত্রী ওঠানামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে । এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিকাল ৫টায় কাউন্টার খুলে দিয়ে যাত্রী ওঠানামা শুরু করে কাউন্টার মালিকেরা।

 মাগুরা /১৪ মে ১৮