স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে আজ শুক্রবার বিকালে মাগুরা শহরের কেশব মোড় শ্রাবণী কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক মতবিনিময় সভা হয়েছে ।

বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে ।

বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো: সেলিম রেজা, প্রধান উপদেষ্টা মো: সোলইমান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, জেলা ব্র্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু , প্রভাষক রুম্মান আরা লাবনী, বিরাট কুমার মন্ডল প্রমুখ ।

সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া শিশু নির্যাতন, শিশু ধর্ষণ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন ।

সভায় মাগুরা মহিলা পরিষদের ৮০ জন নারী সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী লাবনী জামান সভা পরিচালনা করেন।