Main Menu

গ্রামের ক্ষুদে শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

1

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা হলো ক্ষুদে শিক্ষার্থীরা। মাগুরা শহরতলীর ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাছে আজ মঙ্গলবার সকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কান্তি আইচ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসের সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নুরুল হুদা। এ সময় শিশুদের মাঝে আইডিকার্ড, ডাইরী ও টাই বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে- শিশুদের নিয়মানুবর্তীতা, একাগ্রতার সাথে পড়াশুনায় মনোনিবেশ করতে উপদেশ দেন। তিনি স্কুলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী নেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সাথে শিক্ষার মানোন্নয়নে সকল ব্যবস্থা নেয়ার আহবান জানান।

স্কুলের শিক্ষকমন্ডলী ও অভিভাবকরা সম্মিলিতভাবে নিজ উদ্যোগে এ শিক্ষা সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন।

 

মাগুরা/ ২০ মার্চ ১৮


Comments are Closed