তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার সন্তান ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সহ-সভাপতি ডা.তোফাজ্জেল হক চয়নের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক দীর্ঘ চার বছর ধরে দূরারোগ্য ব্যাধী লিভার সিরোসিস এ আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে কয়েক মাস চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি সেখানে তার Liver Transplantation করা হয়। কিছুটা সুস্থ হলে দেশের উদ্দেশ্যে রওনা দিলে  শুক্রবার ২ মার্চ বিকালে হয়রত শাহাজালাল অন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান। পিতাকে আপন গৃহে নিতে ডা.চয়ন হয়রত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর উপস্থিত হন।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রলীগ অন্যান্য নেতৃবৃন্দ।

ডা.চয়ন এক প্রতিক্রিয়ায় বলেন- আলহামদুলিল্লাহ্‌। সন্তান হিসাবে পরম তৃপ্তি এতটুকুই যে পরম দয়াময় আল্লহর কৃপায় সাধ্যের চেয়ে ব্যয়বহুল চিকিৎসা শেষে আব্বাকে মোটামুটি সুস্থ করে আজ দেশের মাটিতে আব্বার নিজের ঘরে ফিরিয়ে আনতে পেরেছি। আমার বা আমার পরিবারের সাধ্য ছিল না এই ব্যয়বহুল যকৃত প্রতিস্থাপন করানোর মত। তবু সাহস করে সিদ্ধান্ত নিয়েছিলাম।আর সাহসের উৎস ছিলো আমার এবং আমার পরিবারের শুভানুধ্যায়ী সবার প্রার্থনা,ভালবাসা এবং সহযোগিতা। সবশেষে, এই সবকিছুর সফলতা সম্ভব হয়েছে একমাত্র পরম করুনাময় মহান সৃষ্টিকর্তা আল্লাহর দয়ার জন্যই।আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত পরম শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীদের প্রতি এবং সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোর প্রতি। সকল প্রশংসা, কৃতজ্ঞতা এবং ভালবাসা একমাত্র আল্লাহর দরবারে পেশ করলাম।তিনি অবশ্যই সকলের মঙ্গল করবেন। আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।