মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘আমরা সকলে চোখের যত্নশীল হই, চোখ থাকতে আমরা যেন অন্ধ না হই’ এই প্রতিপাদ্য  নিয়ে মহম্মদপুরের নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ও খুলনা বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল এর যৌথ উদ্যোগে বুধবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সকালে ফিতা কেঁটে চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভউদ্ভোধন করেন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ আছাদুজ্জামান ও সাধারণ সম্পাদক রেজাউল কবির সুরুজ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সহ সাংগঠনিক সম্পাদক, হাসিবউদ্দীন, সংগঠনের নির্বাহী সদস্য, হাজী মোস্তাক আহমেদ, হাজী মোঃ আনিসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, ডাঃ মোঃ আলি কদর, নহাটা ইউপি সদস্য মোঃ কাঞ্চন মিয়া, ইউসুফ আলী খাঁন সবুজসহ সংগঠনে বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। ৬শত ৫০জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ সুপরামর্শ¦ প্রদান করেন-ডাঃ মাকসুদে মওলা ও ডাঃ মোঃ মনিরুজ্জামান এসিস্ট্যান্ট সার্জন, খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল। এলাকার ৫০জন দুঃস্থ, দরিদ্র ও অসহায় নারী-পুরুষ চোখের ছানি অপারেশনের সুযোগ পেয়েছেন।

মাগুরা/১০ জানুয়ারী ১৭