তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় বারের মতো আইজিপি পদক -২০১৮ পেয়েছেন মাগুরার শ্রীপুরের বড়ইচাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গোলাম সোরেয়ারের কৃতি সন্তান বরিশাল বিভাগের র‍্যাবের গোয়েন্দা শাখার ল্যান্স নায়েক এস আর পান্না। বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিচালক একে এম শহিদুল হক এস আর পান্নাকে আইজিপি পদক পরিয়ে দেন।  তিনি ২০০৫ সালে বিজিবি তে যোগদান করেন এবং সততার সাথে কাজ করেন। ২০১৩ সালে এস এস আই কোর্স করেন এবং ২০১৪ সালে পদোন্নতি কোর্স করে ২০১৫ সালে সিপাহী থেকে ল্যান্স নায়েক এ পদোন্নতি পান এবং ২০১৬ সালে র‍্যাবে যোগদান করেন। অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন এসময় তিনি জলদস্যু দমনে বিশেষ ভূমিকা পালন করেন। ২০১৭ সালে তিনি আইজিপি পদক পান এ বছরে তিনি উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে দ্বিতীয় বারের মতো আইজিপি পদক লাভ করেন। তিনি জনকল্যাণকর কাজ করে দেশ ও জনগনের সেবা করতে দৃঢ় প্রত্যয়ি। তিনি মাগুরাবার্তার  মাধ্যমে মাগুরাবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাঁর এ পদক প্রাপ্তিতে মাগুরাবার্তা পরিবার এর পক্ষে সম্পাদক রূপক আইচ,প্রকাশক মাসুদ আলম,মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা: শাহিদুজ্জামান খসরুসহ মাগুরার সুধিমহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১০ জানুয়ারী ১৭