মাগুরায় আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব। আজ সোমবার সকালে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, স্কুলের প্রধান শিক্ষক সুলতানা আরজু, অভিভাবক সোহেলী শাহনাজ স্বপ্না প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আতিকুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এর পরপরই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, সিভিল সার্জন মুনশী মো: ছাদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রোস্তম আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা সরকার, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার অধিকারী প্রমুখ। 
অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝেও নতুন বই বিতরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৮৬ হাজার ২৭৮টি বই বিনামূল্যে বিরতন করা হয়েছে। অপর দিকে মাধ্যমিক ও উ্চ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৫৩ হাজার ৫৬২টি বই বিতরণ করা হয়েছে।
মাগুরা/ ১ জানুয়ারী ১৭
« কলকাতা থেকে মাগুরার পথে মধুর স্মৃতি নিয়ে … খান শফি (Previous News)
Comments are Closed