বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জাতীয় সংসদের চীফ হুইপ এ এস এম ফিরোজ এমপি বলেছেন, দেশের জনগণ এখন শেখ হাসিনা মুখি-আওয়ামীলীগ মুখি।  দেশের মানুষ আওয়ামীলীগকে ভোট দিতে চায় কেননা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনা দেশের উন্নয়নের ক্ষেত্রে এমন কোন জায়গা খালি রাখেননি, যেখানে উন্নয়ন হয়নি। আগে রাজনীতিতে প্রতিযোগিতা ছিল। প্রতিহিংসা ছিল না। বতর্মানে কিছু অরাজনৈতিক ব্যক্তিরা মাঠ দখল করে প্রতিহিংসার সৃষ্টি করেছে। এখন তারা বিভিন্ন মামলার আসামী উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশে বয়স্ক ভাতা, বিধাবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিএফ কার্ড, মুক্তিযোদ্ধভাতাসহ শিক্ষকদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে।
তিনি সোমবার (২৫ ডিসেম্বর ) দুপুরে শহরের নোমানী ময়দানে সাবেক এমপি মুক্তিযুদ্ধের সংগঠক  আছাদুজ্জামানের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) আব্দুল ওয়াহ্হাব এমপি, সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি, প্রধান মন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাভোকেট হাসান সিরাজ সুজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, গোলাম মওলা, বাসুদেব কুন্ডু, সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
চীফ হুইপ এ এস এম ফিরোজ এমপি আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে এ অঞ্চলের সন্ত্রাসীদের প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠিত করেছেন । মরহুম জননেতা আছাদুজ্জামান ছিলেন মাগুরার সর্বস্তরের মানুষের নেতা। তিনি আমাদের শিখিয়ে ছিলেন সংসদে কিভাবে প্রশ্ন করতে হয়।

 

মাগুরা/ ২৫ ডিসেম্বর ১৭