শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ মুক্তমঞ্চে বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল। 24898923_1395003707293672_1591258351_n

প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, ঢাকা মহানগর (উত্তর) কৃষকলীগের সভাপতি মাকসুদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বণিক বিষয়ক সম্পাদক জালাল হোসেন ঝন্টু, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডাঃ তোফাজ্জেল হোসেনে চয়ন, আবু হোসাইন বিপু,  সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, কেন্দ্রীয় সহ সম্পাদক তৌকির তপু, লেদার  ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক খবির হোসেন সুমন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।Magura Pic, (2 ) 07.12
সম্মেলনে বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালি উপজেলা কমিটি গঠনের জন্য জোর তাগিদ দেন। তবে এ রিপোর্ট লেখা (রাত ১০টা)  পর্যন্ত কমিটি গঠন সম্পন্ন হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক এখনো কমিটি গঠন সম্পর্কিত সভা করছেন। তবে ছাত্রলীগের কমিটিতে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক মানসিকরার নেতৃত্ব অভিষিক্ত হবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।