বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছোট নাওভাঙ্গা গ্রামের একটি হিন্দু পরিবার ও তাদের মন্দিরে হামলা চালিয়েছে প্রতিবেশি লোকজন। এসময় তারা বৃদ্ধ নারী পুরুষ ও শিশুদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে কালি পূজার রাতে বাড়ির পাশে জুয়া খেলতে বাধা দেয়ায় আজ রোববার এঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বাড়ি ও মন্দিরের  মালিক অসীম বিশ্বাস মাগুরাবার্তাকে  জানান, কালি পূজার সময় তাদের বাড়ির পাশের বাগানে পাশ্ববর্তি বনগ্রাম এলাকার বুলু ফকির ও তার লোকজন জুয়ার আসর বসান। আজ বিকেলে তার ভাতিজা মনোজিত বিশ্বাস তাদেরকে জুয়ার আসর না বসানোর জন্য অনুরোধ করেন।  এ সময় তারা একজন জুয়াড়ীকে আটক করে রাখা হয়েছে এমন গুজব তুলে  ৭-৮ জন  মিলে গিয়ে ওই বাড়ি ও মন্দিরে হামলা চালায়।

তাদের হামলায় মন্দিরের কালিমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরের সামনের সাউন্ডবক্স, লাইট ও আসবাবপত্র ভাংচুর করেন তারা। একপর্যায়ে হামলকারিরা বাড়িতে থাকা বৃদ্ধ, নারী ও শিশুদের মারধোর করেন। এতে কয়েকজন আহত হয়েছেন। হামলাকারিরা মূর্তির গায়ে থাকা প্রায় ৪০ হাজার টাকা দামের স্বর্ণালংকার নিয়ে যান বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

এ ঘটনার পর থেকে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় মাগুরাবার্তাকে  জানান, ‘ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। ’

magura-mondir-pic-03