স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
কারিগরি শিক্ষার মান বাড়াতে রবিবার মাগুরার অন্যতম কলেজ অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এমসিইটি) তে  স্কিলস কম্পিটিশন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

কলেজের চেয়ারম্যান মো : আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য- রাখেন মাগুরা এমসিইটি কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর-রশিদ, উপাধ্যক্ষ কে এম মাহাবুবুর রহমান, ইন্সটেকটর এ এস এম রেজাউল ইসলাম ও ইন্সটেকটর মো: রাজু আহমেদ প্রমুখ।

স্কিলস কম্পিটিশন-২০১৬ উপলক্ষে এমসিইটি কলেজের শিক্ষার্থীরা ইলেকট্রিক্যাল ও সিভিল বিষয়ের উপর নানা ধরণের প্রজেক্ট ও কলাকৌশল উপস্থাপন করে । সভায় প্রত্যেক বক্তা বলেন, এ সকল প্রজেক্ট ও কলাকৌশল কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক হবে বলে আমাদের ধারনা।

magura-mcet-pic-1

স্কিলস কম্পিটিশন প্রজেক্ট মেলায় ইলেকট্রিক্যাল বিভাগের দলনেতা সার্জিল (প্রজেক্টের নাম- অটো পাওয়ার জেনারেটর) ১ম, দলনেতা রিফাত বিন রকি (প্রজেক্টের নাম- সোলার সেন্সর) ২য়, দলনেতা হাসিবুল হাসান (প্রজেক্টের নাম- স্টিম পাওয়ার প্লান্ট) ৩য় স্থান অর্জন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কানাডা ও ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট কর্তৃক নির্বাচিত দেশের ১৬২টি সরকারি বেসরকারি ইন্সস্টিটিউটে শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্কিলস কম্পিটিশন-২০১৬ অনুষ্ঠিত হচ্ছে।

 

রূপক আইচ/ ৩০ অক্টোবর ১৬