শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্র্ষিক ক্রীড়া কর্মসূচী  ২০১৭-১৮ এর আওতায় মাগুরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শালিখা উপজেলায় আজ বুধবার দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার ০৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৬০ জন  ছাত্র/ছাত্রীর মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   শালিখার বাউলিয়া নীরদকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমারত শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ত্রকক ও দ্বৈত বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন মাগুরা শালিখা উপজেলার নির্বাহী অফিসার   জনাব সুমী মজুমদার।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   তাপস কুমার বিশ্বাস গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস ,  কিশোর কুমার দাস সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস,মাগুরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া অফিসার, মাগুরা। DSC02342

বালক এককে চ্যাম্পিয়ন হয় আড়পাড়া আইডিয়াল হাই স্কুলের দিহান ও বালক দ্বৈতে  চ্যাম্পিয়ন হয়  আইডিয়াল হাই স্কুলের সাব্বির ও ইয়াসিন জুটি। DSC02328বালিকা এককে চ্যাম্পিয়ন হয়  আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেহেজাবিন ও বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয় আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস ও মিলি মজুমদার জুটি।  ব্যাডমিন্টন প্রতিযোগিতায় , চ্যাম্পিয়ন, রানার-আপ ও  ৩য় স্থান  বিজয়ীদের হাতে মাগুরা জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরষ্কার, সনদপত্র ও ক্রীড়া সামগ্রী  বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, স্ংবাদিক উপস্থিত ছিলেন।

রূপক/মাগুরা/ ২৫ অক্টোবর ১৭