বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা আয়কর মেলা -২০১৭ আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। শহরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ভবন, ভায়নায় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে।
জেলা আয়কর বিভাগের কর কর্মকর্তা আহসান উজ জামান জানান- প্রতিবছরের মত এবারও  করদাতাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে।  করের টাকা সহজে জমাদানের সুবিধার্থে মেলা প্রাঙ্গনে থাকছে  সোনালী এবং জনতা ব্যাংকের পৃথক দুইটি বুথ, এছাড়াও ভ্যাট এবং সঞ্চয় অফিসের জন্য দুটি আলাদা বুথ থাকবে মেলায়। মহিলা, প্রতিবন্ধী এবং বয়স্ক করদাতাদের জন্য থাকবে পৃথক পৃথক বুথ। মেলায় করদাতারা আয়কর বিষয়ক সকল সেবা গ্রহণ করতে পারবেন । ইতোমধ্যে বিভিন্ন দপ্তর,  ব্যবসায়ী সমিতিকে আয়কর মেলার বিষয়ে অবহিত করা হয়েছে। অফিস সূত্র জানায়, বিপুল সংখ্যক করদাতা কাঙ্খিত সেবা প্রদানের জন্য প্রস্তুত আছে আয়কর অফিস। আগামী ৪ঠা নভেম্বর বেলা ১০.৩০  মিনিটে ‘‘ আয়কর মেলা-২০১৭” এর  উদ্ভোধন করবেন  সংরক্ষিত মহিলা আসন-১০ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব কামরুল লায়লা জলি ।

রূপক/মাগুরা/২৫অক্টোবর ১৭