বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাছের উৎপাদন বৃদ্ধির  লক্ষে মৎস্য চাষি প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসের সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংগঠন আশা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় আশার সিনিয়র জেলা ম্যানেজার একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার ঢাকা অফিসের ফিসারিজ পরমর্শক ছেরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস। বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, খামার ব্যবস্থাপক জাহাঙ্গির আলম খান প্রমুখ।
কর্মশালায় মাছের উৎপাদন বৃদ্ধির  লক্ষে পুকুর খনন ও প্রস্তুতি, রোগ প্রতিরোধ, মজুদ ব্যবস্থাপনা, উত্তম মৎস্য চাষ অনুশিলন ও মাছ চাষে ঋণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।  কর্মশালায় সদর উপজেলার ৩০ জন মৎস্য চাষি অংশ নেন।