বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় বুধবার (২৬জুলাই) দুপুরে মটর সাইকেল দূর্ঘটনায় শিশির শিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সে শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের শ্রীরাম শিকদারের ছেলে।
মাগুরা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান- বেলা ২টার দিকে পারনান্দুয়ালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে ওই মটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারাত্মক আহত অবস্থায় শিশিরকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটায় তার মৃত্যু হয়। অপর মটর সাইকেল চালককে খুজে পাওয়া যায়নি।
প্রয়াত শিশির শিকদার মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী এ্যাড. বীরেন শিকদারের সম্পর্কে নাতি। বীরেন শিকদারের মাগুরা শহরের নতুন বাজারের বাড়িতে থেকেই সে লেখাপড়া করতো।