বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ষি শ্রমিক ছদ্মবেশে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে আব্দুস সালাম (৫০) নামে এক কৃষকের পরিবারের ৩ সদস্যকে অচেতন করে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার রাতে মাগুরা সদরের ছোটফালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় বুধবার সকালে আব্দুস সালাম, ববিতা ও মোমেনা খাতুন নামে তিন জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশিরা জানান, তিন দিন আগে গৃহকর্তা আব্দুস সালাম নিজ জমিতে ধান লাগানোর জন্য রবিবার মাগুরা হাট থেকে ৪জন কৃষি শ্রমিক কিনে আনেন।
সারাদিন মাঠে কাজ করে ওই শ্রমিকরা কৃষক সালামের বাড়িতেই রাতে অবস্থান করতো। দুই দিন কাজ করার পর ওই শ্রমিকেরা মঙ্গলবার দিবাগত রাতে কৌশলে রাতের খাবারে সাথে চেতনা নাশক মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সকল সদস্য অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা বর্ধিষ্ণু ওই কৃষকের বাড়িতে রক্ষিত সোনা, মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। সকাল ১০ টায় অচেতন অবস্থায় প্রতিবেশিরা তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান- ওই পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

 মাগুরা / ১৯ জুলাই ১৭