বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা   বুধবার জেলা কালেক্টরেট প্রাঙ্গনে শুরু হয়েছে।
৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান, ডিডি এলজি খন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহা, বন কর্মকর্তা সারওয়ার আলমসহ অন্যরা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারীর ১৬টি স্টল রয়েছে। এ সময় দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করে বিভিন্ন জাতের গাছ সংগ্রহ করেন। আগামী ২৩ জুলাই শেষ হবে এ মেলা। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাগুরা / ১৯ জুলাই ১৭