বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে মাগুরায়  বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে সদর উপজেলা পরিষদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাসসহ অন্যরা।  এ সময় বক্তারা সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য মাছ চাষিদের প্রতি আহবান জানান।

মাগুরা / ১৯ জুলাই ১৭